লোহাগাড়া( চট্টগ্রাম) সংবাদদাতা ।
চট্টগ্রামে লোহাগাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক ১ জন আসামীসহ দেশীয় তৈরী অস্ত্র এলজি ৩টি, ৯,মিঃমিঃ পিস্তল ১টি, এ্যামুনেশন ৪রাউন্ড, ১৯ পিচ ইয়াবা, রাম দাঃ ৪টি,কার্তুজ ০৫ রাউন্ড ও দেশীয় মদ ৫লিটার উদ্ধার করতে সক্ষম হয় লোহাগাড়া সেনাক্যাম্পের বিশেষ টিম৷
আটককৃত আসামি হলেন, নিজাম সিকদার(৪০) বড়হাতিয়া ইউনিয়ন এর হরিদাগুনা এলাকার পিতা আক্তার কামাল বড়হাতিয়ার কুখ্যাত সন্রাসী এবং ডাকাত তৌহিদ গ্রুপের একজন গোপনীয় সদস্য৷
( ১০আগষ্ট) রবিবার রাত আনুমানিক ৪ঘটিকার সময়ে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন বিশেষ টিমের সাহায্যে অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবাসহ নিজাম সিকদারকে ( ৪০) নামক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তী আসামির স্বীকাররোক্তীতে তার নিজস্ব বাড়ি হতে উল্লেখিত সরাঞ্জম উদ্ধার করা হয়৷
ক্যাপ্টেন শাহরিয়া কবির (রূপক) জানান, বিশেষ সূত্রে আমরা খবর পেয়ে কয়েকদিন আমাদের সামরিক গোয়েন্দার নজরে রাখি । পরবর্তী আমরা বিশেষ আভিযান পরিচালনা করি এবং আমরা সফল হই৷ বড়হাতিয়া ইউনিয়ন এ অভিযান চালিয়ে নিজাম সিকদার নামের এক আসামিকে হাতেনাতে ১৯পিস ইয়াবাসহ আটক করা হয়৷ পরবর্তীতে আসামির নিজ বাড়ি হতে দেশীয় তৈরী অস্ত্র এলজি ৩টি, ৯,মিঃমিঃ পিস্তল ১টি, এ্যামুনেশন ৪রাউন্ড, ১৯ পিচ ইয়াবা, রাম দাঃ ৪টি,কার্তুজ ০৫ রাউন্ড ও দেশীয় মদ ৫লিটার উদ্ধার করতে সক্ষম হয় লোহাগাড়া সেনাক্যাম্পের বিশেষ টিম।
পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র ইয়াবা এবং অন্যান্য সরঞ্জাম সহ আসামীকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply