নিজস্ব সংবাদদাতা:
রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৬৬ তম সাহিত্যসভা ১২ আগষ্ট সোমবার বিকেল ৪টায়। পরিষদের সভাপতি আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি রলি আক্তার। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন ছড়াকার মারুফ হাসান। কবিতা পাঠে অংশ নেন কবি বিপুল হালিম, মেজবাউল হাসান, হুমায়ুন কবির শিকদার,রাকিুজ্জামান সোহেল, আপেল মাহমুদ জুয়েল, পীযূষ কুমার হীরা, এস আলম, মাসুদ রানা মোক্তার, দেলোয়ার হোসেন রাতুল,রতন সরকার,আলম হোসেন, রলি আক্তার, নায়েব আলী, বিপ্লব হাসান, কামরুল হাসান শিকদার, কনক প্রভা দাস, নাছিমা বেগম, সজল আক্তার, তানজিলা আক্তার, মারুফ হাসান, সুলতান ভূইয়া, শাকিল আহেমদ, শরীফ খন্দকার।
সংক্ষিপ্ত আলোচনা করেন শম্ভুনাথ হালদার, আতাউর রহমান, মোফাজ্জল হোসেন খোকন, শামিমা সুলতানা উমা ও নিবাস চন্দ্র দাস। সব শেষে সভাপতি পঠিত লেখার উপর চুলচেরা বিশ্লেষণ করে আলোচনা করেন। তিনি বলেন অনেকের লেখার মান ক্রমান্বয়ে ভাল হচ্ছে। তিনি পঠিত লেখাগুলোকে ৪ ভাগে বিভক্ত করেন যেমন রোমান্টিক, মানবিক, সমসাময়িক ও আধ্যাত্মিক। অনেকে মোবাইল থেকে পাঠ করায় লেখাগুলো মুল্যায়ন করতে সমস্যা হয়েছে। আগামি সভায় সকলকে কাগজে লিখে আনার অনুরোধ করেন।এবারের সভার বিশেষ দিক ছিল বেশ কয়েক জনের খালি গলায় গান পরিবেশন। সভাটি ছিল শিক্ষনীয়,প্রানবন্ত ও উপভোগ্য।
Leave a Reply