1. admin@dainikbijoy24.com : dainikbijoy-24 :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা’র শপথ ও পরিচিত সভা অনুষ্ঠিত সাতকানিয়ার কেঁওচিয়ায় বাড়ির সংস্কার কাজে করতে বাঁধা দেয়ায় থানায় অভিযোগ! পতিত স্বৈরাচারদের গতিবিধি লক্ষ্য রাখুন যাতে কোন দুর্ঘটনা ঘটাতে না পারে। পাওনা টাকা চাওয়াতে সাংবাদিক ফাহিম কে মামলা এবং জানে মেরে ফেলার হুমকি কেরানীহাট রেলক্রসিংয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নগদ অর্থ দন্ড! বাঁশখালীতে এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র: সাগরে ড্রেজিং বন্ধে হাইকোর্টে রিট আজকালের সংবাদের প্রকাশককে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ! মুন্সীগঞ্জে বিএনপিএর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি তোমরাই আগামীর সুন্দর বাংলাদেশ গড়বে ৥ শাহানাজ জামান খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের উদ্যোগে ১২দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

চট্টগ্রামের রাহাত্তারপুল ‘ চাঁদা নয়, নেপথ্যে নকশা বহির্ভূত ভবন নির্মাণ ‘

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার পাঠ করা হয়েছে

চট্টগ্রাম ব্যুরো।

হঠাৎ ফেসবুক লাইভে এসে চট্টগ্রামের জনৈক ইকবাল বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ধরার পর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। চট্টগ্রামের চকবাজার থানাধীন রাহাত্তারপুল এলাকার সেই ঘটনার ভিডিও ছড়িয়ে বিএনপি নেতা হারুনের চাঁদাবাজির ঘটনা বলে অপপ্রচার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, পেশায় ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক ইকবালের বাড়ি নির্মাণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে জমা দেয়া নকশা না মানার অভিযোগ দেয়া হয় সমাজ কল্যাণ পরিষদের তরফ থেকে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী এই বিষয়ে জমির মালিক ইকবাল গং’কে নোটিশ দিয়েছিলেন চলতি বছরের মে মাসে। জামাতে ইসলামির রাজনীতির সাথে জড়িত ইকবাল রাজনৈতিক দাপট দেখিয়ে নির্মাণ কাজ অব্যাহত রাখেন। সোমবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের একটি টিম ঘটনাস্থলে গেলে তাদের সাথে খারাপ ব্যবহার করেন ইকবাল।

পরে স্থানীয় মসজিদের মোতোয়ালি মোহাম্মদ হারুনসহ এলাকার লোকজন তাকে বাড়ি নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বললে তিনি ‘চাঁদাবাজি ‘র নাটক সাজান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে তাকে চাঁদার জন্য মারধর করা হচ্ছে বলে অভিযোগ করেন। ফেসবুকের লাইভটি সহসাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শিরা জানান, বেশকিছু দিন ধরে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণ করছিলেন ইকবাল। মঙ্গলবার বিকেলে এক মহিলার বাড়ির উপর বাঁশ বেঁধে প্লাস্টার করাচ্ছিলেন তিনি। ওই মহিলার অভিযোগের প্রেক্ষিতে এলাকাবাসী তাকে বারন করলে তিনি জামাতের দাপট দেখিয়ে নির্মাণ কাজ অব্যাহত রাখেন। নিজেই ফেসবুকে এসে নিজেকে আহত দাবি করে লাইভ করেন। তাকে বাঁচানোর আকুতি জানান ।

হুমায়ুন কবির বলেন, ‘ এখানে কোন মারামারির ঘটনা ঘটেনি। ফেসবুকে দেখলাম ইকবাল সাহেব নিজেকে বাঁচানোর আকুতি জানাচ্ছেন। তিন চার মাস ধরে পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, মেয়র বরাবর নির্মাণ কাজের বিষয়ে আপত্তি জানিয়ে আসছিলো এলাকাবাসী। তিনি সিডিএ’র আইনভঙ্গ করে বাড়ি নির্মাণ করছেন। আর আজকে দাবি করলেন তিনি নেতা চাঁদা দাবি করে তাকে মারধর করেছে। সম্পুর্ন বানোয়াট গল্পো। ‘

এ বিষয়ে জানতে ডাঃ ইকবালের সাথে যোগাযোগ করা হলে তিনি নিজেকে আহত দাবি করে সিডিএ ‘র ঘটনাস্থল পরিদর্শন ও ইতিপূর্বে বাড়ি নির্মাণে অভিযোগের বিষয় এড়িয়ে যান ।

খোঁজ নিয়ে জানা যায়, যাকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ সেই হারুন বিএনপির রাজনীতির সাথে জড়িত নন। তিনি স্থানীয় মসজিদ কমিটি সভাপতি ও সমাজের মুরুব্বি।

অনুসন্ধানে জানা যায়, বৃহত্তর রাহাত্তারপুল সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে চলাচলের পথ অবরুদ্ধ করে নকশা বহির্ভূত বাড়ি নির্মাণ কাজ বন্ধে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়া হয়েছিলো চলতি বছরের ২২ মে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৯ মে জমির মালিক ইকবালকে এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অথোরাইজড অফিসার। ২২ শে জুন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বরাবর চিঠি দেন বৃহত্তর রাহাত্তারপুল সমাজ কল্যাণ পরিষদ। সেই চিঠিতে ‘ বিধি মোতাবেক ব্যবস্থা ‘ নেবার সুপারিশ করেছেন চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন। এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক বরাবর চলাচলের পথ অবরুদ্ধ করে বাড়ি নির্মাণের প্রতিকার চেয়ে চিঠি দেয়া হয়েছিলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পিনাকী ভট্টাচার্যসহ বিভিন্ন পেজ থেকে বিএনপি নেতার চাঁদাবাজি হিসেবে ইকবালের ভিডিও পোস্ট করার পর শুরু হয় সমালোচনা।

এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার উদ্দিন বলেন, ‘ চাঁদাবাজির কোন বিষয় নয়। রাজনীতির বিষয়ও নয়। মুলত চলাচলের পথ অবরুদ্ধ করে বাড়ি নির্মাণের বিষয়ে বিরোধকে ঘিরে এলাকাবাসীর সাথে হট্টগোল হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়ি মালিকরা এরআগে অভিযোগ দিয়েছিলেন। কেউ দোষী হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। ‘

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি