আব্দুল্লাহ আল মামুন চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা বানিজ্যিক উপশহর কেরানীহাটের বান্দরবান জেলা সড়কের ১ ম এক কিলোমিটার শুরুতেই মানবিক চিকিৎসক ডাঃ আলহাজ্ব আজিজুল হক এর চেম্বারের সামনেই বান্দরবান জেলা সড়কের উত্তর পাশে কেবা কারা জরাজীর্ণ পুরাতন মডেল [লট নং ১৩২] ট্রাক গুরুত্বপূর্ণ একটি সড়কে ঝুঁকিপূর্ণ পার্কিং অবস্থায় দেখা যাচ্ছে। তারা মালিকের প্রতি ট্রাকটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। পার্শবর্তী স্থানীয় লোকজনের
কাছ থেকে জানতে চাইলে তারা বলেন কেরানীহাটের গুরুত্বপূর্ণ এই বান্দরবান জেলা সড়কের উত্তর পাশে দীর্ঘ চার বছরের অধিক এভাবে ট্রাকটি পরে আছে
তা ছাড়াও গতকাল উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কফিল উদ্দিনের নেতৃত্বে জানজট নিরসনে যত্রতত্র ঝুঁকিপূর্ণ পার্কিং উচ্ছেদে অভিযান চলাকালে এই বিশাল আকৃতির ট্রাক সড়কেই পার্কিং দেখে খোঁজ নিয়ে জানতে চাইলেই ট্রাকের মালিকানা ব্যক্তির পরিচয় না পাওয়ায় ট্রাকটি উচ্ছেদে ব্যস্ত হয়। পরবর্তী কেরানীহাট প্রগতিশীল ব্যাবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মাষ্টার জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মোরশেদুল আলম সহ সকল নব নির্বাচিত সদস্যগণ গুরুত্বপূর্ণ সড়কে কোন পার্কিং করতে দেয়া যাবেনা মর্মে মাইকিং সকলের অবগতির জন্য জানিয়েছেন।
এ সময় উপস্থিত সক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
Leave a Reply