বন্দর প্রতিনিধি:
নেই পাশে কেউ যার,সমজ সেবা আছে তার’এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজ সেবা দিবস ২০২৫ইং উপলক্ষ্যে ২জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় বন্দর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। শুরুতেই উপস্থিত সকলের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয় পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও বন্দর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ফয়সাল কবীরের সঞ্চালনায় মুক্ত আড্ডায় অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাইয়ূম খান,পল্লী উন্নয়ন কর্মকর্তা শরীফ মজুমদার ও বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন মিয়া,মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার,আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আরিফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
Leave a Reply