লোহাগাড়া (চট্টগ্রাম ) সংবাদদাতাঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সুঘটিত লক্ষ্যে লোহাগাড়া সংবাদ কর্মীদের সাথে উপজেলা ইউএনও মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সোমবার (০১আগষ্ট) বিকেল ৪ঘটিকার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমন্বয় সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কার্যক্রমে গতি আনতে করণীয় নির্ধারণ ও সমস্যা সমাধানের দিক নির্দেশনাও দেওয়া হয়।
সভায় সভাপতির বক্তব্যে মোঃ সাইফুল ইসলাম (ইউএনও) বলেন,অপরাধ দমন ও সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপজেলার ৯টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডে ইউপি সদস্য এবং সচেতন নাগরিকদের সমন্বয়ে পৃথক কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি ইভটিজিং, মাদক, জুয়াসহ সকল অপরাধ প্রতিরোধে কাজ করবে।
এসময়ে তিনি আরো বলেন, সকল ধরণের নাগরিক সেবা পাচ্ছেন আজ থেকে আমার লোহাগাড়া ডট কম ওয়েবসাইট লিংক থেকে৷ পরিবেশ সুরক্ষার জন্যে লোহাগাড়া যানযট নিয়ন্ত্রণের ব্যবস্হা,মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধ, অবৈধ বালু স্তুুপসহ সকল অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে উপজেলা ইউএনও’র আইনানুগত ব্যবস্হা থাকবে৷
এসময়ে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশন এর লোহাগাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক আজাদী অনলাইন মাল্টিমিডিয়া লোহাগাড়া প্রতিনিধি এম. দলিলুর রহমান, দৈনিক যুগান্তর লোহাগাড়া উপজেলা প্রতিনিধি নাজিম উদ্দীন রানা, দৈনিক বাংলাদেশ বুলেটিন লোহাগাড়া উপজেলা প্রতিনিধি মনির আজাদ, আনন্দ টিভি ও দৈনিক আমার দেশ লোহাগাড়া উপজেলা প্রতিনিধি সেলিম উদ্দিন ও জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার লোহাগাড়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান সহ প্রমুখ।
Leave a Reply