1. admin@dainikbijoy24.com : dainikbijoy-24 :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা’র শপথ ও পরিচিত সভা অনুষ্ঠিত সাতকানিয়ার কেঁওচিয়ায় বাড়ির সংস্কার কাজে করতে বাঁধা দেয়ায় থানায় অভিযোগ! পতিত স্বৈরাচারদের গতিবিধি লক্ষ্য রাখুন যাতে কোন দুর্ঘটনা ঘটাতে না পারে। পাওনা টাকা চাওয়াতে সাংবাদিক ফাহিম কে মামলা এবং জানে মেরে ফেলার হুমকি কেরানীহাট রেলক্রসিংয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নগদ অর্থ দন্ড! বাঁশখালীতে এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র: সাগরে ড্রেজিং বন্ধে হাইকোর্টে রিট আজকালের সংবাদের প্রকাশককে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ! মুন্সীগঞ্জে বিএনপিএর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি তোমরাই আগামীর সুন্দর বাংলাদেশ গড়বে ৥ শাহানাজ জামান খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের উদ্যোগে ১২দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

স্বাধীনতা দিবসে শাহ আব্দুল হালিম ( রহঃ) পদক পেলেন নারায়ণগঞ্জের তুখোর ছড়াকার শান্তু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৫০ বার পাঠ করা হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;
বিনোদন প্রতিবেদক:
ছড়া সাহিত্যে বিশেষ অবদান রাখায় শাহ আব্দুল হালিম ( রহ) পদক পেলেন নারায়ণগঞ্জের তুখোড় ছড়াকার ও কবি নজরুল ইসলাম শান্তু ২৬ মার্চ বুধবার বিকেলে রাজধানীর মিরপুর-১নং সেকশনের লালকুঠি দরবার শরীফের হলরুমে মহান স্বাধীনতা দিবস-২০২৫ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে লালকুঠি সাহিত্য পরিষদ আয়োজিত আলোচনা সভা কবিতা পাঠ অনুষ্ঠানে তাকে ওই পদকটি তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও বিভাগের সাবেক চেয়ারম্যান, চলমান অধ্যাপক, কথাশিল্পী ড আবদুস সবুর খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কবি, সাংবাদিক, সংগঠক, জাতীয় কবিতা মঞ্চ-এর প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক ডেসটিনি ও দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক কবি মাহমুদুল হাসান নিজামী।লালকুঠি সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা, সভাপতি, লালকুঠি দরবার শরীফের গদীনশীন পীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও বিভাগের সাবেক চেয়ারম্যান, চলমান অধ্যাপক, ড আহসানুল হাদীর সভাপতিত্বে এবং কবি ও ছড়াকার আমিন আল আসাদের সঞ্চালনায়  আলোচনায় অংশ নেন ছড়াশিল্পী কবি আতিক হেলাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক কন্ঠশিল্পী নজরুল গবেষক মেহেদী হাসান, কবি ছড়াশিল্পী নজরুল ইসলাম শান্তু, শিশু কিশোর সাহিত্যিক ছড়াশিল্পী শফিকুল আলম টিটন। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কবি তাজ ইসলাম, কবি জামান সৈয়দী, কবি ইবনে আবদুর রহমান, লেখক গবেষক এমদাদুল হক,কবি রহমান মাজিদ,কবি শাহ সিদ্দিক, লালকুঠি সাহিত্য পরিষদ এর ফেইজবুক ও ম্যাসেঞ্জার এডমিন এডভোকেট মাওলানা হাবিবুর রহমান, নির্বাহী সদস্য আবু জাহিদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ইসলামী সংগীত পেশ করেন শিশু শিল্পী মাইশা তারান্নুম শাফা এবং রেডিও তেহরান এর সাবেক সংবাদ পাঠক কবি ও মর্সিয়া লেখক শাহনওয়াজ তাবীব। কবিতা পাঠে অংশ নেন কবি জুলফিকার স্বপন, কবি হুমায়ুন মোহাম্মদ, কবি ফিরোজ আহমেদ, কবি লিটন সিদ্দীকী, কবি চঞ্চল মেহমুদ কাশেম, কবি সাব্বির আহমেদ সেন্টু, কবি সুমাইয়া আক্তার তৃষ্ণা। অনুষ্ঠানে সদ্য প্রকাশিত আমিন আল আসাদ -এর ‘আণবিক পারমাণবিক ছড়া’র মোড়ক উম্মোচন ও শফিকুল আলম টিটন এর গল্পের বই ‘ফাগুন রাতের পরি’ও ডিসপ্লে করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন কবি, কথাশিল্পী ও সাংস্কৃতিক যোদ্ধা হাসান আখতার, তাহসিনুল ইসলাম, জাওহার মুসান্না ও আবদুল্লাহ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলো কবি জয়নাল আবেদীন সুজন, মারুফ, মাসুক সহ অনেকে। এতে দেশের চার গুণীজনকে শাহ আব্দুল হালিম ( র) পদক প্রদান করা হয়।  এরা হচ্ছেন যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও বিভাগের সাবেক চেয়ারম্যান, চলমান অধ্যাপক, কথাশিল্পী ড আবদুস সবুর খান, কবি, সাংবাদিক, সংগঠক, জাতীয় কবিতা মঞ্চ-এর প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক ডেসটিনি ও দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক কবি মাহমুদুল হাসান নিজামী, ছড়াশিপী শিশু সাহিত্যিক শফিকুল আলম টিটন এবং ছড়াশিল্পী নজরুল ইসলাম শান্তু। মূলতঃ তাদের সাহিত্য কর্ম ও জীবনের নানা কর্মের প্রতি সুবিচার করে এই পদক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি