1. admin@dainikbijoy24.com : dainikbijoy-24 :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্য উপদেষ্টার গণমাধ্যমে দেওয়া বক্তব্যের আলোকে চট্টগ্রাম প্রেস ক্লাবের বিবৃতি জাতীয় সাংবাদিক সংস্থা’র শপথ ও পরিচিত সভা অনুষ্ঠিত সাতকানিয়ার কেঁওচিয়ায় বাড়ির সংস্কার কাজে করতে বাঁধা দেয়ায় থানায় অভিযোগ! পতিত স্বৈরাচারদের গতিবিধি লক্ষ্য রাখুন যাতে কোন দুর্ঘটনা ঘটাতে না পারে। পাওনা টাকা চাওয়াতে সাংবাদিক ফাহিম কে মামলা এবং জানে মেরে ফেলার হুমকি কেরানীহাট রেলক্রসিংয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নগদ অর্থ দন্ড! বাঁশখালীতে এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র: সাগরে ড্রেজিং বন্ধে হাইকোর্টে রিট আজকালের সংবাদের প্রকাশককে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ! মুন্সীগঞ্জে বিএনপিএর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি তোমরাই আগামীর সুন্দর বাংলাদেশ গড়বে ৥ শাহানাজ জামান

সাংবাদিক রিয়াদুল ইসলাম জামাল কে অপহরণ ও মুক্তি পন আদায় 

  • প্রকাশিত : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৯৬ বার পাঠ করা হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ ঢাকা জেলার সাবেক সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মফিজার রহমান রাজু যিনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কপাল খুললো তার। কিশোর গ্যাং নিয়ে চলাফেরা করেন তিনি। সাধারণ মানুষ কে বোজানোর জন্য করেন রং এর কাজ – আবার সে রাজনীতিবিদ সেই কিশোর গ্যাং নিয়ে বাবা খায় দিন রাতে, বাংলা মদ এবং অনন্য নেশা করেন তিনি। গত মে মাসের ২০ তারিখ রাত ১১ টায় ফোন করেন সাংবাদিক রিয়াদুল ইসলাম জামাল কে যিনি বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল এর আহ্বায়ক এবং দৈনিক যুগান্তর বাংলাদেশ পত্রিকার সম্পাদক মফিজার রহমান রাজু ফোন করে রিয়াদুল ইসলাম জামাল কে বলেন জরুরী কথা আছে বাসার পাশের চায়ের দোকানে আসো আমি সরল মন এবং বিশ্বাসে গেলে আমার সাথে কিছুক্ষন কথা বলার পর রাজু ফোন করেন তার কিশোর গ্যাংয়ের দুইজন কে। তারা ঐ জায়গায় আসলে রাজু সাহেব এর নিজ মোটরসাইকেল তাদের হাতে দিয়ে দেয়। এবং আমাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার কথা বলে আমি ডাক চিৎকার করতে গেলে কিশোর গ্যাংয়ের একজন আমার পিটে পিস্তল ধড়ে। আমি বাধ্য হয়ে তাদের সাথে মোটরসাইকেলে উঠি। আমাকে নিয়ে যায় আশুলিয়া পলাশবাড়ীর এক বাসার পকেট রুমে সেখানে চলে সারা রাত বাবা খাওয়ার আড্ডা। আমাকে সারারাত রাজু লোহাড় পাইপ দিয়ে পিটিয়েছে এবং বুকের উপর উঠে পারিয়েছে। যখন রাত কেটে গেল সকাল হলো। সে সহ তার কিশোর গ্যাং ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করেন। আমার স্ত্রী কে ফোন করে মুক্তিপন এর ৫০ হাজার টাকা চায় নতুবা আমাকে মেরে ফেলবে এই বলে আমার স্ত্রী কে ফোন করেন।এভাবে সারাদিন চলে যাওয়ার পর বিকাল ৪ টায় আমার বউ ৫০ হাজার টাকা দিতে রাজি হয়। টাকা নেয়ার পর আমাকে দিয়ে মুক্ত করে দেয়। কিন্তু মুক্তি দেওয়ার আগে আমাকে রাজু এবং তার কিশোর গ্যাং বলেছে আমি এই ঘটনা যদি পুলিশ অথবা কাউকে বলি তাহলে আমাকে প্রানে মেরে ফেলবে। মুক্তি পনের টাকা দিয়ে মুক্তি হওয়ার পরে জুন মাসের ৬ তারিখে আমাকে ফোন করেন তার কিশোর গ্যাং এর একজন সদস্য যাহার নাম জানিনা। তিনি বলেন ৫০ হাজার টাকা বিকাশে পাঠানোর জন্য আমি বললাম কিসের টাকা? তিনি বললেন ৫০ হাজার দিছো আরও ৫০ হাজার দিতে হবে নতুবা তোমাকে মেরে ফেলবো। এই কথা শুনে আমি ফোন কেটে দেই আমার ব্যাক্তিগত হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাকে এবং আমার স্ত্রী কে হুমকি প্রধান করে যাহার স্কিন সর্ট রয়েছে। আমার উপর নির্যাতনের প্রমান ও সাক্ষী রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি