1. admin@dainikbijoy24.com : dainikbijoy-24 :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
তথ্য উপদেষ্টার গণমাধ্যমে দেওয়া বক্তব্যের আলোকে চট্টগ্রাম প্রেস ক্লাবের বিবৃতি জাতীয় সাংবাদিক সংস্থা’র শপথ ও পরিচিত সভা অনুষ্ঠিত সাতকানিয়ার কেঁওচিয়ায় বাড়ির সংস্কার কাজে করতে বাঁধা দেয়ায় থানায় অভিযোগ! পতিত স্বৈরাচারদের গতিবিধি লক্ষ্য রাখুন যাতে কোন দুর্ঘটনা ঘটাতে না পারে। পাওনা টাকা চাওয়াতে সাংবাদিক ফাহিম কে মামলা এবং জানে মেরে ফেলার হুমকি কেরানীহাট রেলক্রসিংয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নগদ অর্থ দন্ড! বাঁশখালীতে এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র: সাগরে ড্রেজিং বন্ধে হাইকোর্টে রিট আজকালের সংবাদের প্রকাশককে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ! মুন্সীগঞ্জে বিএনপিএর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি তোমরাই আগামীর সুন্দর বাংলাদেশ গড়বে ৥ শাহানাজ জামান

৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ চট্টগ্রামে উদ্বোধন  

  • প্রকাশিত : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৫৮ বার পাঠ করা হয়েছে

চট্টগ্রাম ব্যুরো: ২৬ মে ২০২৫ চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫। জেলা প্রশাসন, চট্টগ্রামের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হয়। সকাল ৯:৩০টায় উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী ইস্পাহানী, পরিচালক, এম এম ইস্পাহানী লিমিটেড, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ,চট্টগ্রামের রেক্টর লে.কর্নেল মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী, জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো: শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), চট্টগ্রাম সহ সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও পরবর্তীতে সভাপতি ও অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে, বেলুন উড়িয়ে ও পায়রা আকাশে অবমুক্ত করে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। আগামীর প্রজন্মকে বিজ্ঞান চর্চায় এগিয়ে আসার আহবান জানান। দেশ ও জাতিকে এগিয়ে নিতে আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হিসেবে নিজেদের গড়ে তোলার প্রতি তিনি তাগিদ প্রদান করেন প্রধান অতিথি তার বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক, ফরিদা খানম আশা প্রকাশ করে বলেন যে, এই আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও সৃজনশীল মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে আগামীকাল ২৭ মে বিজ্ঞানভিত্তিক প্রকল্পের স্টল মূল্যায়ন কার্যক্রম ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং ২৮ মে অনুষ্ঠিত হবে বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উল্লেখ্য এবারের বিজ্ঞান মেলায় জুনিয়র, সিনিয়র ও বিশেষ গ্রুপে সর্বোমোট ১১৮টি প্রকল্প অংশগ্রহণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি