নিজস্ব প্রতিনিধি: হাসিনা পালিয়ে গেলেও ইন্দ্রজীৎ ভৌমিক আকিজ বশির জুট মিলের ওয়ার্কার ইউনিয়নের সাধারন সম্পাদক পদে এখনো বহাল, কুমিল্লা জেলার বুড়িচং থানার ৭নং মোকাম ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ইন্দ্রজীৎ ভৌমিক আকিজ বশির জুট ইন্ডাস্ট্রি লিমিটেড ওয়ার্কার ইউনিয়ন (সাদাত জুট মিলই বর্তমান আকিজ বশির জুট মিল) এর সাধারন সম্পাদক এখনো বহাল থেকে দ্বায়িত্ব পালন করে আসছেন। কুমিল্লা ৭ আসন চান্দিনার সাংসদ সদস্য ড.প্রান গোপাল দত্তের অন্যতম ডান হাত হিসেবে পরিচিত ইন্দ্রজীৎ ভৌমিক। স্বেরাচারী সরকারের শেখ হাসিনা ৫ আগষ্ট পালিয়ে গেলেও সাবেক এমপি প্রান গোপাল দত্তের ডান হাত এখনো বহাল তবিয়তে রয়েছে। এলাকাবাসী ও মিল শ্রমিকরা জানান আওয়ামী লীগের এমপি মন্ত্রী পালিয়ে গেলে ও ইন্দ্রজীৎ ভৌমিক পালায় নি তার নামে নেই কোন মামলা, দেখলে মনে হয় সে এখন বর্তমান সরকার দলের লোক, এলাকাবাসী ও জুট মিল শ্রমিকরা আরো জানান আওয়ামী লীগের দোসর হয়ে সে আকিজ বশির জুট ইন্ডাস্ট্রি লিমিটেড ওয়ার্কার ইউনিয়নের সাধারন সম্পাদক পদে এখনো বহাল থেকে দায়িত্ব পালন করে আসছেন এবং তার কথাই নাকি এখানে সব হয়। এলাকাবাসী ও জুট মিল শ্রমিকরা আরো বলেন এবারও সেই আওয়ামী লীগ দোসর ইন্দ্রজীৎ ভৌমিক পূনরায় আকিজ বশির জুট ইন্ডাস্ট্রি লিমিটেড এর ওয়ার্কার ইউনিয়নের সাধারন সম্পাদক পদে নির্বাচন করবেন। আকিজ বশির জুট মিলের জেনারেল ম্যানেজার আব্দুর রব এর সাথে সাংবাদিক প্রতিনিধি টিম দেখা করতে চাইলে তিনি দেখা করবেন না বলে মিলের গেইটে তাদের আটকিয়ে দেন এবং তিনি দেখা করবেন না বলে জানান, সাংবাদিক টিম তার মুঠ ফোনে একাধিকবার কল করার পর ও সে ফোন রিসিভ করেননি। ইন্দ্রজীৎ ভৌমিক এর নির্বাচন করার বৈধতা প্রসঙ্গে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার ডাঃ কামরুল প্রধান সাংবাদিকদের বলেন এখানে যা হচ্ছে হাইকমান্ডের নির্দেশেই করা হচ্ছে আপনাদের কিছু বলার বা জানার থাকলে মিলের জি এম এর সঙ্গে অথবা হেড অফিসে যোগাযোগ করুন। বুড়িচং থানার অফিসার ইনচার্জ আঃ আজিজ সাংবাদিকদের বলেন, এই জিএম তার সাথেও দেখা করবেন না বলে জানিয়েছেন মুঠো ফোনে তার সাথে যোগাযোগ করতে চাইলে একাধিক কল করার পরও জিএম ফোন রিসিভ করেননি। এখন প্রশ্ন হলো স্বৈরাচার সরকার পালিয়ে যাওয়ার পরও ইন্দ্রজীৎ ভৌমিক আকিজ বশির জুট মিলে চাকরিতে বহাল থাকেন কি ভাবে। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে এই ইন্দ্রজীৎ ভৌমিক এর শেল্টার দাতা স্বয়ং বর্তমান সরকারের বানিজ্য উপদেষ্টা।বানিজ্য উপদেষ্টার প্রভাব খাটিয়ে চলছে ইন্দ্রজীৎ ভৌমিকের সন্ত্রাসী কর্মকাণ্ড, এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী ও মিল শ্রমিকরা।
ইন্দ্রজীৎ ভৌমিকের আওয়ামী লীগ পরিচিতি, বুড়িচং থানা ৭ নং মোকাম ইউনিয়ন কুমিল্লা ৫ নির্বাচনী এলাকায় ইন্দ্রজিৎ ভৌমিক স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক, সে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের জয়েন সেক্রেটারি এবং সামছুল হাসান রুমির ডান হাত ছিলেন, এবং কুমিল্লা চান্দিনা ৭ আসনের এমপি ড. প্রান গোপাল দত্তের অনুসারী ছিলেন, ড. প্রান গোপাল দত্তের নামে এলাকায় চাঁদাবাজি করতেন এবং একক আধিপত্য বিস্তার করে সে সিবিআই নেতা হিসেবে ১০ বছর আকিজ বশির প্রতিষ্ঠানে আছে এখনো এই প্রতিষ্ঠানে আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করা হয় শ্রমিকলীগের অন্তর্ভুক্ত নামে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সাইনবোর্ডে লেখা আছে।
এলাকাবাসীর ও নিরিহ শ্রমিকদের দাবি অতি দ্রুত আওয়ামী লীগের দোসর কে আইনের আওতায় নিয়ে আসা হোক।
Leave a Reply