1. admin@dainikbijoy24.com : dainikbijoy-24 :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্য উপদেষ্টার গণমাধ্যমে দেওয়া বক্তব্যের আলোকে চট্টগ্রাম প্রেস ক্লাবের বিবৃতি জাতীয় সাংবাদিক সংস্থা’র শপথ ও পরিচিত সভা অনুষ্ঠিত সাতকানিয়ার কেঁওচিয়ায় বাড়ির সংস্কার কাজে করতে বাঁধা দেয়ায় থানায় অভিযোগ! পতিত স্বৈরাচারদের গতিবিধি লক্ষ্য রাখুন যাতে কোন দুর্ঘটনা ঘটাতে না পারে। পাওনা টাকা চাওয়াতে সাংবাদিক ফাহিম কে মামলা এবং জানে মেরে ফেলার হুমকি কেরানীহাট রেলক্রসিংয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নগদ অর্থ দন্ড! বাঁশখালীতে এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র: সাগরে ড্রেজিং বন্ধে হাইকোর্টে রিট আজকালের সংবাদের প্রকাশককে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ! মুন্সীগঞ্জে বিএনপিএর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি তোমরাই আগামীর সুন্দর বাংলাদেশ গড়বে ৥ শাহানাজ জামান

শ্যামলীতে লিফট ঘটনার জেরে হাসপাতাল ভেতরে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে অরাজকতার অভিযোগ

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩৭ বার পাঠ করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলীতে অবস্থিত ডক্টরস কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে লিফট সংক্রান্ত তুচ্ছ ঘটনা থেকে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, মোহাম্মদপুর থানাধীন ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ইমন মুন্সী দলবল নিয়ে হাসপাতালে প্রবেশ করে রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করেন এবং পরিস্থিতি অস্থিতিশীল করে তোলেন। ২৩ জুলাইয়ের প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা যায়, ইমন একটি দলবলসহ হাসপাতালে এসে উচ্চস্বরে কথা বলেন ও উত্তেজনা ছড়ান। এক পর্যায়ে তাকে কোমরের পেছনে কিছু একটা রাখতেও দেখা যায়, যা উপস্থিত লোকদের মাঝে ভীতি সৃষ্টি করে। তথ্যানুসন্ধানে জানা যায়, এক নারী লিফটে উঠার সময় ইমনের স্ত্রীর সাথে অনিচ্ছাকৃতভাবে স্পর্শ হয় অতঃপর তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান। কিন্তু ইমন তাতে শান্ত না হয়ে আরও উত্তপ্ত হন এবং ঐ মহিলাকে হুমকি দিতে থাকেন বলে অভিযোগ উঠে। বর্তমানে ঐ নারী চরম আতঙ্কে রয়েছেন। এছাড়াও অভিযোগ রয়েছে, উত্তেজনার সময় ইমনের সঙ্গে আসা লোকজন হাসপাতালের এক কর্মীর ওপর শারীরিকভাবে আক্রমণ করে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটিকে সুসংগঠিত ও শৃঙ্খলিতভাবে পরিচালনা করছেন, কিন্তু দলের নাম ব্যবহার করে ইমনের মতো ব্যক্তি দল ও নেতৃত্বর সুনাম ক্ষুণ্ন করছে।”এই বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইমন মুন্সী বলেন, “ঘটনার সময় আমার একজন লোক অসৌজন্যমূলক আচরণ করলে আমি তাকেই শাসন করেছি। কিন্তু একটি মহল রাজনৈতিকভাবে আমাকে ছোট করতে চায়, তাই এসব ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে।” এছাড়া তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আমি মানহানির মামলা করবো।”এ ঘটনায় সংশ্লিষ্ট প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে ইমন মুন্সীর বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি